ছাত্রলীগ নেতার মাকে ‘কুপিয়ে হত্যা করা হলেও পুলিশ রিমান্ডে নিলো বাবাকে

পঞ্চগড়ের বোদা উপজেলায় ছাত্রলীগ নেতার মাকে ‘কুপিয়ে হত্যার’ ঘটনায় তার বাবা আবুল কালাম আজাদকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সন্দেহভাজন আসামি হিসেবে তাকে পুলিশ গ্রেফতার দেখিয়ে শনিবার দুপুরে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় ঘরের মধ্যে ওই নারীকে হত্যা করা হয়। এলাকাবাসী জানান বিএনপি জামাতের কর্মীরা তার ছেলেকে খুঁজতে এসে না পেয়ে মা কে কুপিয়ে আহত করে দিয়ে যায়।


নিহত অরিনা বেগম (৪৫) ওই এলাকার আবুল কালাম আজাদের স্ত্রী। তাদের বড় ছেলে ওয়াহিদুজ্জামান অমিত কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে আবুল কালাম আজাদকে আটক করেছিল পুলিশ। এ নিয়ে এলাকাবাসীর ভিতর তীব্র ক্ষোভ বিরাজ করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

bn_BDবাংলা