লক্ষ্মীপুর সদর উপজেলায় বাড়িতে ঢুকে নুর আলম (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নুর আলম পাঁচপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। বাড়ির পাশের একটি দরজির দোকানে পোশাক সেলাইয়ের কাজ করতেন তিনি।