দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন আওয়ামী লীগ নেতা এম এ মমিন পাটোয়ারী, যিনি গত ১৫ অগাস্ট ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছিলেন বলে তার দলের অভিযোগ।
শুক্রবার ভোরে রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৫৪ বছর বয়সী মমিন পাটোয়ারি ছাত্রলীগের লিয়াকত-বাবু কমিটির কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক ছিলেন। সবশেষ তিনি আওয়ামী লীগের একটি উপ-কমিটিতে সহসম্পাদক এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। তার ঘরে এক পুত্র সন্তান আছে।
আওয়ামী লীগের ভেরিফায়েড ফেইসবুক পেজে বলা হয়েছে, গত ১৫ অগাস্ট ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে ‘বিএনপি-জামায়াত সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয়ে’ আহত বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক এম এ মমিন পাটোয়ারী শুক্রবার রাত চারটায় ইন্তেকাল করেন