ইলন মাস্ক Dubai World Government Summit- 2025 উপলক্ষ্যে একটি লাইভ ভিডিও কনফারেন্স কলে দেশগুলোর প্রতিনিধির সাথে কথা বলেছেন। কয়েক ঘন্টা ব্যাপী এই লাইভ কনফারেন্সে বর্তমান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনুসের সাথেও ইলন মাস্কের প্রায় ২ মিনিটের ছোট পরিসরে কথা হয়।
কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উংক উক্ত ঘটনাকে ড. ইউনুস ও ইলন মাস্কের ফোনালাপ হয় বলে প্রচার করে স্ট্যাটাস দেয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

এই নিউজ করার সময় পর্যন্ত তার ভিডিও কনফারেন্স কল চলমান।