একের পর এক পুলিশি নির্যাতনে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আবারও বগুড়া কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু! ৫ আগস্টের পর থেকে আজকে পর্যন্ত শুধু বগুড়া কারাগারেই চারজন আওয়ামী লীগ নেতার মৃত্যু ঘটেছে। এই মৃত‍্যুগুলো কী অসুস্থতাজনিত নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড ?

এর আগে কারাবন্দী থাকাবস্থায় অসুস্থ হয়ে বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহাদত আলম ঝুনু, বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন এবং শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও উপজেলা দলিললেখক সমিতির সাধারণ সম্পাদক আবদুল লতিফ মারা যান। সর্বশেষ যোগ হলো গাবতলী উপজেলা আওয়ামী লীগের সদস্য, দুর্গাহাটা ইউনিয়ন আওয়ামী লীগের ৬নং ওয়ার্ড শাখার সভাপতি এবং দুর্গাহাটা ইউপির একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান আবদুল মতিন মিঠু।
সকলের মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে হার্ট অ্যাটাক! হার্ট অ্যাটাকের এমন কাকতাল যোগসূত্র এই প্রথম দেখছে দেশবাসী।

গাইবান্ধার সাঘাটায় উপজেলায় যৌথবাহিনীর হাতে গ্রেফতারের পর দুইজন আওয়ামী লীগ কর্মী মারা গেছেন। সোহরাব হোসেন আপেল (৩৫) এবং শফিকুল ইসলাম (৪৫)। পরিবার ও স্বজনদের অভিযোগ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্যাতনে তাদের মৃত্যু হয়েছে। মৃত দুইজনসহ গ্রেফতার ৫জনের কারও নামেই মামলা ছিল না। শুধুই সন্দেহবশত গ্রেফতার করা হয়েছিল। আরও ভয়ংকর বিষয় হলো, পরে যে মামলাটি রুজু করা হয়েছে সেখানে মৃত দুজনের নামও দিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

সোহরাব হোসেন আপেলের স্ত্রী স্থানীয় সাংবাদিকদের বলেছেন, ‘যৌথ বাহিনী আমাদের গ্রামে এসে আমার স্বামীসহ পাঁচজনকে আটক করে নির্যাতন করতে থাকে। তাদের নির্যাতনেই আমার স্বামীর মৃত্যু হয়েছে। আমি তার হত্যার বিচার চাই।’

এরমধ্যেই গোপালগঞ্জের দুজন আওয়ামী লীগ কর্মী, এলাহী সিকদার(২৫) এবং আলিমুজ্জামান চৌধুরী(৫৮) কারা হেফাজতে মৃত্যুবরণ করেছেন। দুজনের ওপরেই নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে এবং চিকিৎসায় গাফিলতির মাধ্যমে হত্যার অভিযোগও উঠেছে। তা ছাড়া আলিমুজ্জামান চৌধুরী থানায় বিচার চাইতে গিয়ে গ্রেফতারের শিকার হয়েছিলেন।

এভাবে গত প্রায় চারমাসে মোট ৮ জন আওয়ামী লীগ নেতার কারাগারে মৃত‍্যু ঘটেছে। প্রতিটি ক্ষেত্রে নির্যাতন ও চিকিৎসায় গাফিলতির ঘটনা ঘটেছে। এসব অস্বাভাবিক মৃত্যুগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড কিনা তা নিশ্চয়ই একদিন বেরিয়ে আসবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

bn_BDবাংলা