
পাকিস্তান থেকে জাহাজে দুই কন্টেইনারে আসে ‘ভয়ঙ্কর বিস্ফোরক’ দ্রব্য! তথ্যফাঁস
পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রামে আসা পণ্যবাহী ‘এমভি ইউয়ান জিয়াং ফা ঝং’ নামের একটি জাহাজের দুটি কন্টেইনারে ভয়ঙ্কর বিস্ফোরক দ্রব্য এসেছে বলে সংশ্লিষ্টরা সন্দেহপোষণ করছেন। এই মাত্রার বিস্ফোরক বড় বড় স্থাপনা ধ্বংস্ব করতে এবং বড়মাত্রার মানুষের জীবনহানি ঘটাতে সক্ষম। পণ্য খালাসের সময় উপস্থিত চট্টগ্রাম বন্দরের এক কর্মকর্তা থেকে সেদিনের বিস্ফোরক দ্রব্যবাহী কন্টেইনার দুইটির ছবি ও তথ্য দিয়েছেন সংগ্রহ করে বিডিফ্ল্যাশ। ভিন্ন আরেকটি গোয়েন্দা সুত্র থেকে নিশ্চিত হওয়া গেছে পরিদর্শনের পর কন্টেইনার দুইটি নৌবাহিনীর কর্মকর্তারা এক ঘণ্টার জন্য আটকে রাখেন। কিন্তু পরে অজ্ঞাত কারণে কন্টেইনার দুইটি ছেড়ে দেওয়া হয়। এরমধ্যে ডব্লিউএইচএলইউ-৪২৬১৭৯৪২জি১ নামে একটি কনটেইনারের ছবি পাওয়া গেছে, যেখানে লাল বর্গের মধ্যে…