Jamaat to announce state reform proposal today

বাংলাদেশ জামায়াতে ইসলামির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে আজ। দুপুর ১২ টায় গুলশানস্থ হোটেল ওয়েস্টিনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রূপরেখা তুলে উপস্থাপন করবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।

এর আগে গত শনিবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে জামায়াতের আমির বলেন, এই অন্তর্বর্তী সরকার দেশ শাসনের জন্য আসেনি, তারা একটা ভোটের পরিবেশ তৈরির জন্য এসেছে। তাদের নানা রকম সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। জামায়াতের পক্ষ থেকে ৯ অক্টোবর রাষ্ট্র সংস্কারের রূপরেখা তুলে ধরা হবে। নির্বাচন থেকে সংস্কার বেশি গুরুত্বপূর্ণ।

সে সময় তিনি বলেছিলেন, জামায়াত সরকারকে দুটি রোডম্যাপ দিয়েছে ‘একটি সংস্কারের, অন্যটি নির্বাচনের। ভোটের আগে সংস্কার চায় জামায়াত। আগে সংস্কার, পরে নির্বাচন। এ জন্য অনেকগুলো প্রস্তাব দিয়েছে জামায়াত।’

Related Posts

en_GB