দক্ষিণ ভারতের প্রসিদ্ধ এবং দীর্ঘ ৭২ বছরের স্বাস্থ্যসেবা প্রদানকারী ভারতের মনিপাল হাসপাতালের তথ্যকেন্দ্র এখন খুলনায়। এখন থেকে খুলনা বসেই মনিপাল হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত সকল তথ্য এবং টেলিমেডিসিন সেবা গ্রহণ করা
রবিবার (১৪ ডিসেম্বর) মনিপাল হাসপাতালের তথ্য ও সেবা কেন্দ্র খুলনা এ আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।
খুলনা নগরীর সোনাডাঙ্গা এম এ বারী রোডস্থ কেডিএ আবাসিক এলাকার তৃতীয় ফেজের প্রধান গেটে মনিপাল হাসপাতাল তথ্য ও টেলিমেডিসিন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিপাল হাসপাতাল ইন্টারন্যাশনাল পেসেন্ট কেয়ার এন্ড সার্ভিসেস কনসালট্যান্ট বাংলাদেশ মো. খালিদ হাসান।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, এ তথ্যকেন্দ্র থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে ক্যান্সার কেয়ার, নেফ্রোলজি, নিউরোলজি, নিউরো সার্জারি, স্পাইন কেয়ার, অর্থোপেডিক্স, রিউম্যাটোলজি, পালমনোলজি, গ্যাস্ট্রোইনট্রোলজি এন্ড গেস্ট্রোইনটেস্টিনাল সাইন্স, অবস এন্ড গাইনোকোলজি, ল্যাপারেস্কোপিক সার্জারিসহ বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ দেওয়া হবে।
বিশেষভাবে এই তথ্যকেন্দ্র থেকে ভারতের ব্যাঙ্গালুরু, কলকাতা, দিল্লির মনিপাল হাসপাতালের চিকিৎসাসংক্রান্ত সকল তথ্য এবং টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে
