পাঁচবিবিতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবির ভুতগাড়ী বাজারে আনিছুলের পরিত্যক্ত দোকানঘর থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নিহত আরিফ হোসেন (২৮) সদর উপজেলার মুরারীপুর গ্রামের আনোয়ার হোসেন জলিলের ছেলে। 

স্থানীয়রা জানান, আরিফ উপজেলার গোড়না গ্রামের আনিছুলের ঘর ভাড়া নিয়ে মোটরসাইকেল মেরামতের কাজ করতেন। 

স্থানীয়রা তার ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন। সেখান থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

পাঁচবিবি থানার ওসি নিয়ামুল হক বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের পর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Related Posts

en_GB