The devil's breath was put on Maulana's face and he took the money and disappeared.

শয়তানের নিঃশ্বাস মুখে লাগিয়ে মো. সলিম উল্লাহ নামে এক মাওলানার দেড় লাখ টাকা নিয়ে উধাও হয়েছে ২ প্রতারক। শুক্রবার (১০ অক্টোবর) কুমিল্লা নগরীর রেইসকোর্স ইস্টার্ন ইয়াকুব প্লাজার সামনে ঘটনাটি ঘটেছে। 

কুমিল্লা নগরীতে প্রতারক চক্র সৌদি রিয়েলের লোভ দেখিয়ে দেড় লাখ টাকা নিয়ে ধরিয়ে দেয় ভিম সাবান। এ নিয়ে প্রতারিত একজন হজ্ব মোয়াল্লেম কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন। 

বুধবার মোয়াল্লেম মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম সংবাদকর্মীদের এ তথ্য জানান। তিনি নগরীর ভাটপাড়া এলাকার বাসিন্দা। 

অভিযুক্তরা হলেন, নেত্রকোনা সদরের কুমারপাড়া গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মো.সুজন মিয়া (২৯) ও আরেকজন অজ্ঞাতনামা। 

অভিযোগে তিনি উল্লেখ করেন, তিনি নগরীর নজরুল এভিনিউতে শুক্রবার একটি মানি এক্সচেঞ্জে যান সৌদি রিয়াল ক্রয় করতে। মানি এক্সচেঞ্জের সামনে দুই ব্যক্তি মোয়াল্লেম সেলিমকে এক বান্ডিল রিয়াল দেখিয়ে জানান- কম দামে বিক্রি করবেন। তিনি কম দামে পাবেন এই ভরসায় রাজি হলে তাকে রেসকোর্স এলাকার ইস্টার্ন প্লাজার সামনে টাকা নিয়ে যেতে বলেন। তিনি সেখানে দেড়লাখ টাকা নিয়ে যান। একপর্যায়ে প্রতারকের সহকারী সুজন তাকে টিস্যু দিয়ে বলেন- ঘেমে গেছেন মুখ মুছে নিন। 

মুখ মোছার পর তিনি বেহুঁশ হয়ে পড়েন। হুঁশ ফেরার পর দেখেন তার হাতের টাকা নেই। তাকে একটি ব্যাগ ধরিয়ে দেওয়া হয়েছে। তিনি খুলে দেখেন ব্যাগে কাপড় পেঁচানো একটি ভিম সাবান। আসামিদের ব্যবহার করা ফোন নম্বর থেকে তিনি প্রধান আসামির সহকারী সুজনের ছবি ও ঠিকানা সংগ্রহ করেন। এছাড়া তিনি ফোনে প্রধান আসামির ছবি কৌশলে তুলে রাখেন।

কুমিল্লা নগরীর কান্দিরপাড় ফাঁড়ির এসআই মনিরুজ্জামান বলেন, মোয়াল্লেম মাওলানা মো. সলিম উল্লাহ সেলিম শনিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।

Related Posts

en_GB