40 BGB personnel provide humanitarian aid and medical services in Matiranga

সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় পলাশপুর জোন ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) কর্তৃক প্রান্তিক দরিদ্র কৃষকদের মাঝে কৃষি সামগ্রী উপহার, বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে আর্থিক অনুদান, দুঃস্থ পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

সোমবার সকালে পলাশপুর জোন সদরে এই কর্মসূচির সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার এবং খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মুহাঃ শাহীনুল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স।

পাহাড়ে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের অধীনে আর্থ-সামাজিক কর্মসূচির আওতায় সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ, দুঃস্থ পাহাড়ি-বাঙালি জনসাধারণের মাঝে বিশেষ মানবিক সহায়তা, বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে আর্থিক অনুদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) ও পলাশপুর জোন।

পলাশপুর জোনের সীমান্তবর্তী ও দুর্গম পাহাড়ি এলাকার সুবিধাবঞ্চিত ৬ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ হিসেবে সার ও কীটনাশক ছিটানোর মেশিন প্রদান বাবদ ৭,২০০/- টাকার কৃষি সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও বিশেষ মানবিক সহায়তার অংশ হিসেবে ২টি সীমান্তবর্তী দুঃস্থ ও অসহায় পরিবারকে গৃহ নির্মাণের জন্য ৩ বান্ডেল ঢেউটিন, ১টি দুঃস্থ পরিবারকে ১টি সেলাই মেশিন, ১টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের জন্য ১৫,০০০/- টাকার নির্মাণ সামগ্রী অনুদান, ১টি শিক্ষা প্রতিষ্ঠানকে খেলাধুলার সামগ্রী উপহার, ১টি বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসব উপলক্ষে আর্থিক অনুদান এবং ১টি এতিমখানা ও মাদ্রাসায় খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়। অধিকন্তু, ২ জন দুঃস্থ পরিবারকে চিকিৎসার জন্য ৯,০০০/- টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। সম্প্রীতির সমাজ ব্যবস্থা বিকাশের লক্ষ্যে উক্ত অনুষ্ঠানে সর্বমোট ৮১,৮০০/- টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়, যার মাধ্যমে ৩টি পাহাড়ি পরিবার, ৮টি বাঙালি পরিবার, ৬টি সামাজিক/ধর্মীয় প্রতিষ্ঠান উপকৃত হয়।

একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসা সুবিধা বঞ্চিত জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)। খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জাহিন আবদুল্লাহর নেতৃত্বে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে দেড় শতাধিক গরিব ও দুঃস্থ জনসাধারণকে স্বাস্থ্যসেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মুহা. শাহীনুল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি এই অঞ্চলে মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় দরিদ্র কৃষকদের কৃষি সামগ্রী, দুঃস্থ ও অসহায় পরিবারদের বিশেষ মানবিক ও আর্থিক সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বিজিবি পাহাড়ি জনপদের দুঃস্থ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সহায়তা এবং সেবা প্রদানের মাধ্যমে অতীতেও মানুষের পাশে ছিল এবং আগামীতেও স্থানীয় দুঃস্থ পাহাড়ি-বাঙালি জনসাধারণের পাশে থাকবে।

Related Posts

en_GB