Kristina Piskova wins Miss World title

৭১ তম মিস ওয়ার্ল্ডের খেতাব জয় করলেন চেক রিপাবলিকের ক্রিস্টিনা পিসকোভা। এবারের প্রতিযোগিতায় ১১৫ টি দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। তাঁদের মধ্যে সেরার খেতাব জিতলেন ক্রিস্টিনা পিসকোভা।

এবার ২৮ বছর পর আবার ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।এখানে ১১৫টি দেশ থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। এদিন গতবারের বিজয়ী করলিনা বিয়েলস্কা এবারের বিজয়ী ক্রিস্টিনা পিসকোভাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন। এবারের মিস ইন্ডিয়া বিজয়ী সিনি শেট্টি মিস ওয়ার্ল্ডের প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কিন্তু তিনি মাত্র টপ ৮ পর্যন্তই যেতে পেরেছেন।তাঁর বয়স মাত্র ২২।

ক্রিস্টিনা পিসকোভা চেক রিপাবলিকের বাসিন্দা। তাঁর বয়স মাত্র ২৫। ১৯৯৯ সালের ১৯ জানুয়ারি জন্ম হয়েছে তাঁর।তিনি পেশায় একজন মডেল। এর আগে তিনি মিস চেক রিপাবলিকের খেতাব জয় করেছেন।

1
ক্রিস্টিনা পিসকোভাকে বিজয়ীর মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী করলিনা বিয়েলস্কা

শেষবার ভারতে ১৯৯৬ সালে বেঙ্গালুরুতে আয়োজিত হয়েছিল মিস ওয়ার্ল্ডের অনুষ্ঠান। তারপর আর ভারতে এই বিউটি পেজেন্ট অনুষ্ঠিত হয়নি। ১৯৬৬ সালে প্রথমবারের জন্য কোনও ভারতীয় এই খেতাব অর্জন করেন।আর তিনি হলেন রেইতা ফারিয়া পোয়েল। তারপর ১৯৯৪ সালে ঐশ্বরিয়া রাই বচ্চন মিস ওয়ার্ল্ডের খেতাব জয় করেন। তারপর ১৯৯৭ সালে ডায়না হেডেন এই খেতাব পান। ৭০ তম অর্থাৎ শেষ মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন পোল্যান্ডের কারোলিনা বিয়েলস্কা।

Related Posts

en_GB