We should focus on sports instead of being addicted to mobile phones: Journalist Anis Kabir

লক্ষ্মীপুর:
খেলাধুলা জীবনের একটি অংশ, কিন্তু বর্তমানে মোবাইল- ফোনে আসক্ত হয়ে এই খেলাধুলা দিন-দিন হারিয়ে যাচ্ছে। তাই অভিভাবক এবং শিক্ষার্থীদের প্রতি অনুরোধ, শিক্ষার্থীদের মোবাইলে আসক্ত না হয়ে খেলাধুলায় মনোযোগী হতে হবে। প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন যমুনা টেলিভিশনের লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি আনিস কবির।

জেলার ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান ইলেভেন কেয়ার একডেমির আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২২অক্টোবর) দুপুর ১২টায় ক্যাম্পাস সংলগ্ন মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান শিক্ষক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সদস্য শাখাওয়াত হোসেন শাওন ও বিদ্যালয়ের শিক্ষক-অভিভাবক প্রমুখ।

প্রসঙ্গত যে, ইলেভেন কেয়ার পরিবারের ৩টি প্রতিষ্ঠানের(ইলেভেন কেয়ার একাডেমি, আইটি হাই স্কুল, মডেল মাদ্রাসা) শিক্ষার্থীদের অংশগ্রহণে ৪টি দল গঠন করে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রতিবছর ক্রীড়ামোদী শিক্ষার্থী গড়তে এমন আয়োজন করে প্রতিষ্ঠানটি।

Related Posts

en_GB