রামগঞ্জে বিএনপি কর্মীর বসতঘর ভাঙচুর ও হামলার প্রতিবাদে মানববন্ধন

Abu Taher, Ramganj Correspondent:

লক্ষ্মীপুরের রামগঞ্জ ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামের রিয়াজ উদ্দিন পাটোয়ারী বাড়িতে আঃ সাত্তার নামে এক অসহায় বিএনপি কর্মীর বসতঘর ভাংচুর ও হামলা করেছে তার প্রবাসী ভাই আনোয়ার হোসেন।

এর প্রতিবাদে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সমেষপুর এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সৃষ্ট ঘটনায় রামগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।

জানা যায়, দিনমজুর আঃ সাত্তার ও তার ছোট ভাই প্রবাসী আনোয়ারের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে শুক্রবার বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক চলাকালীন নামাজের বিরতির সময় সন্ত্রাসী কায়দায় আনোয়ার ও তার স্ত্রীসহ লোকজন পরিকল্পিতভাবে ভুক্তভোগী আঃ সাত্তারের বসতঘর ভাঙচুর ও লুটপাট করে প্রতিবন্ধী সন্তান ও স্ত্রীর উপর হামলা চালায়। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে এবং এর সুষ্ঠু বিচার দাবি করে স্থানীয় এলাকার লোকজনের উপস্থিতিতে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হামলাকারী আনোয়ার হোসেন জানান, সাত্তার মিয়া জোর করে বেশ কয়েকবছর ধরে আমার বসত জোরপুর্বক বসবাস করে আসছে। তাকে বার বার বের হতে বলেছি। সে কথা না শুনায় আমি ঘর ভাংচুর করে নিজের জায়গা দখলে নিয়েছি।

ভূক্তভোগী দিনমজুর আঃ সাত্তার জানান, আনোয়ার শালিসি বৈঠকের নামে পরিকল্পিত ভাবে আমার বসতঘরটি ভাংচুর করে৷ সে ভাংচুরের বাধা দিতে গেলে আমার স্ত্রী, শিশু সন্তানকে মারধর করে৷

রামগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, বিষয়টি একজন আমাকে মোবাইল করে জানিয়েছেন৷ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে ৷

Related Posts

en_GB