Abu Taher, Ramganj Correspondent:
সরকার পরিবর্তনের পর পরেই রাতের আধারে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার হোটাটিয়া উচ্চ বিদ্যালয় স্থলে কপিল উদ্দিন উচ্চ বিদ্যালয় লিখে ব্যানার পেষ্টুন দিয়ে নাম পরিবর্তন করার চেষ্টা করেছেন একটি মহল। সৃষ্ট ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এরই সূত্রধরে রোববার (১৮) আগষ্ট সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকরা দুবৃত্ত্বদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনে বিদ্যালয় প্রধান শিক্ষক মো: বাবর হোসেন দেওয়ান এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয় দাতা সদস্য মো: ইমরুল মেহেদী খান, অভিভাবক সদস্য মাষ্টার আমির হোসেন, মো: আব্দুল কুদ্দুস, শিক্ষক মোহাম্মদ আলী হোসেন, শিক্ষার্থী রাশেদ আলম, ফারিয়া আক্তার সহ অনেকে।
এসময় মানববন্ধনে বক্তরা বলেন, হোটাটিয়া উচ্চবিদ্যালয় ১৯৯৯ইং সালে প্রতিষ্ঠিত হয়েছে। শিক্ষা বোর্ড কর্তৃক বিদ্যালয় এমপিও ভুক্ত সকল কাগজপত্রে বিদ্যালয় নাম হোটাটিয়া উচ্চবিদ্যালয় এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ জাকির হোসেন পাটোয়ারী নামে লিপিবদ্ধ রয়েছে। কিন্তু হটাৎ রাতের আধারে বিদ্যালয় সাইনবোর্ড ফেলে দিয়ে কপিল উদ্দিন উচ্চ বিদ্যালয় নামে সাইনবোর্ড ব্যানার পেষ্টুন বিভিন্ন জায়গায় লাগিয়ে দিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবর হোসেন দেওয়ান ও সহকারী শিক্ষক মোহাম্মদ আলী হোসেন জানান, স্থানীয় গ্রামবাসীর আর্থিক সহযোগীতায় বিত্তবানদের দান অনুদান নিয়ে ১৯৯৯ইং সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। এর পর থেকে প্রতিষ্ঠাতা জাকির হোসেনের অত্যান্ত আন্তরিকতার প্রচেষ্টায় সুনামের সাথে পাঠদান চলে আসছে। রাতের আধারে বিদ্যালয়ের নাম পরিবর্তন করে ব্যানার পেষ্টুন লাগানো অত্যান্ত দুঃখজনক।
