Distribution of gumboots among farmers in the Char Bhadrasan area

Faridpur District Representative- ফরিদপুরের চরভদ্রাসন চরাঞ্চলে রাসেল’স ভাইপার সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কৃষকদের মাঝে গামবুট বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে চরভদ্রাসন উপজেলা হল রুমে কৃষাণ-কৃষাণীদের হাতে গামবুট তুলে দেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার। গামবুট পেয়ে খুশি চরাঞ্চলের কৃষকেরা।

গামবুট পেয়ে কৃষকরা জানান, এতোদিন সাপের ভয়ে খেতে যেতে পারিনি। গামবুট পেয়েছি এখন নিশ্চিন্তে খেতে যেতে পারবো, খেতের ফসল তুলে ঘরে আনতে পারবো। অনেক ফসল ইতোমধ্যে খেতেই নষ্ট হয়ে গেছে।

এছাড়া শ্রমিকরাও ভয়ে খেতে নামছিল না। এখন সবাই খেতের ফসল ঘরে আনতে পারবো। এর আগে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন,এবং চরভদ্রাশন উপজেলা প্রশাসনিক ভবনে প্রথম কর্ম দিবস এর উদ্বোধন করেন।

এ সময় তাকে চরভদ্রাসন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ক্রেস্ট উপহার দেয়া হয়।

Related Posts

en_GB