Laxmipur court premises protests, two-party scuffle

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে আদালত চত্বরে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী বিক্ষোভের চেষ্টা করলে পুলিশি বাধায় তা পন্ড হয়ে যায়। পরে ছাত্রের পক্ষে কিছু আইনজীবি বিক্ষোভের চেষ্টা করলে আওয়ামীলীগের আইনজীবিরা বাধা দেয়। এতে দু-পক্ষের মধ্যে উত্তোজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতি সৃষ্টি হয়। পরে পুলিশ দু-পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এছাড়া শহরের বাগবাড়ি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সড়কে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করে। সেখানেও পুলিশের সাথে তাদের বাকবিতান্ডার শুর হয়। সেখানেও আওয়ামীলীগের লোকজন ধমক দিলে কিছু সময় দু-পক্ষের মধ্যে উত্তোজনা তৈরি হয় । পরে সেখানে  থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। । এদিকে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘিরে লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে।
সারাদেশে চলমান কোটা আন্দোলনকে ঘিরে ছাত্রজনতার উপর গনহত্যা,গনগ্রেফতার,মামলা,গুম খুনের প্রতিবাদে ও জাতিসংঘ কর্তৃক তদন্তপৃর্বক বিচারের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে বুধবার ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপস) হাসান মোস্তফা স্বপন বলেন, আদালত চত্বরে কোন বহিরাগতরা যেন বিক্ষোভে অংশ নিতে না পারে, সেদিকে পুলিশের কঠোর অবস্থান রয়েছে। এছাড়া কিছুসময় আইনজীবিদের মধ্যে উত্তোজনা থাকলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। এছাড়া শহরের বাগবাড়ি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা সড়কে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করে পুলিশ তাদের সরিয়ে দেয়।

Related Posts

en_GB