Can you paint the last one, Mahmudullah?

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানাবেন মাহমুদউল্লাহ রিয়াদ। সূর্যকুমার যাদবদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরেছে নাজমুল শান্তর দল। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়েই আজ মাঠে নামবে লাল-সবুজের দল, একই সঙ্গে ম্যাচটি জিততে পারলে তা হবে মাহমুদল্লাহর জন্য সবথেকে শ্রেষ্ঠ বিদায়ী উপহার।

বাংলাদেশের জার্সিতে সবথেকে বেশি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন মাহমুদউল্লাহ। একসময় অধিনায়কত্বও করেছেন তিনি। ১৭ বছর আগে টি-টোয়েন্টিতে অভিষেক হয় রিয়াদের, কেনিয়ার নাইরোবিতে। তারপর বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১৪০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। সব ঠিক থাকলে থামবেন ১৪১ ম্যাচ খেলে। নামের পাশে প্রায় আড়াই হাজার রান; পার্টটাইম হাত ঘুরিয়ে নিয়েছেন ৭ এর সামান্য বেশি ইকোনমিতে চল্লিশ উইকেট।

২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে ৪৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছেন। যার মধ্যে জয় ১৬টি টি-টোয়েন্টি ম্যাচে, হার ২৬টিতে। এরমধ্যে একবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দিয়েছেন রিয়াদ।

টেস্ট ক্রিকেটকে আরও আগেই বিদায় বলেছেন মাহমুদউল্লাহ। সাদা পোশাকের ক্রিকেটকে তিনি বিদায় বলেছেন ২০২১ সালে, হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচে অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলেছিলেন তিনি, মযাচটিও জিতেছিল বাংলাদেশ।

দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটকে যেভাবে নিজের দুর্দান্ত পারফর্মান্সে রাঙিয়ে বিদায় নিয়েছেন সেভাবেই কি আজও টি-টোয়েন্টি ক্রিকেটের শেষটা রাঙাতে পারবেন টাইগারদের সাবেক এই অধিনায়ক? সিরিজের প্রথম ম্যাচে ব্যাত হাতে ভূমিকা রাখতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে তিনি করেছেন ৪১ রান, তবে ৩৯ বলের সেই ইনিংস কেবল লাল-সবুজের দলের মান বাঁচিয়েছে, হার এড়াতে পারেনি।

আজ ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটি হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। এই ভেন্যুতে বড় স্কোরের ম্যাচের দেখাই মিলে বেশি। আইপিএলে ছয় ম্যাচের চারটিতেই হয়েছে ২০০ এর বেশি রান। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সানরাইজার্স হায়দরাবাদের করা ২৭৭ রানের ম্যাচটিও হয়েছিল এই ভেন্যুতেই। সে হিসেবে বলাই যায়, আজও চার-ছক্কার বৃষ্টির দেখা মিলবে। নিজের শেষ ম্যাচে মাহমুদউল্লাহও ছক্কা বৃষ্টিতে দলকে জিতিয়ে নিজের শেষটা রাঙাবেন এমন প্রত্যাশাই ক্রিকেট ভক্তদের।

Related Posts

en_GB