Mushfiqur's mysterious post about the pitch

ওয়ানডে ফরম্যাটে জিততেই ভুলে গিয়েছিল বাংলাদেশ। তবে মিরপুরে এসে সে বৃত্ত ভেঙেছে দল, ৫ ম্যাচ পর মুখে হাসি ফুটেছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মুখে।

তবে এই ম্যাচের আগে থেকেই আলোচনায় ছিল মিরপুরের কালো পিচ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরসের অভাব ছিল না এ নিয়ে। মন্থর উইকেট নিয়ে টীকাটিপ্পনী কম হয়নি।

ম্যাচেও দেখা গেছে একই দৃশ্য। ১১ উইকেট নিয়েছেন স্পিনাররা। দুই দলের ব্যাটাররাই খাবি খেয়েছেন স্পিনে, এমনকি মিডিয়াম পেসেও রান করতে হাঁসফাঁস করেছেন ব্যাটাররা। দিনশেষে ম্যাচসেরার পুরস্কার উঠেছে লেগ স্পিনার রিশাদ হোসেনের হাতে। যার ফলে পিচ নিয়ে আলোচনা সমালোচনা বেড়েছে বৈ কমেনি একটুও।

ঠিক এই সময় বাংলাদেশ টেস্ট দলের ব্যাটার মুশফিকুর রহিম তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করেছেন, সেটাও এই ‘পিচ’ নিয়েই। তিনি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘মা শা আল্লাহ। এই সুন্দর টার্ফ উইকেটে দারুণ একটা নেট সেশন কাটালাম।’ 

সেই ভিডিওতে শুধু পিচের ছবিই দেখিয়েছেন মুশফিক। নিজের চেহারা তো নয়ই, উইকেটটা কোন স্টেডিয়ামের, সেটাও দেখাননি তিনি। যার ফলে পোস্টটা বেশ করে রহস্য ছড়িয়ে যাচ্ছে।

তবে পোস্টের মন্তব্য বিভাগে নেটিজেনরা শূলে চড়িয়েছেন মিরপুরের উইকেটকে। এক ভক্ত তো বলেই বসলেন, ‘মুশিও ট্রল করতেছে ভাই’। তবে আদতে মুশফিক মিরপুরের উইকেটকে ইঙ্গিত করেই এই পোস্ট করেছেন কি না, তা জানা যায়নি।

Related Posts

en_GB