Madagascar's president flees country amid Gen Z protests

জেন-জি বিক্ষোভ ও জনরোষের মুখে দেশ ছেড়ে পালিয়েছেন মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি নিরিনা রাজোয়েলিনা

দেশটির বিরোধীদলীয় নেতা সিতেনি র‌্যান্ড্রিয়ানাসোলোনিয়াইকো রয়টার্সকে জানান, ‘প্রেসিডেন্ট দেশ ছেড়েছেন। প্রেসিডেন্টের দফতরের কর্মকর্তারাও আমাদের বিষয়টি নিশ্চিত করেছেন।’ তবে তার বর্তমান অবস্থান প্রকাশ করা হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশের সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ অংশের সমর্থন হারান রাজোয়েলিনা। অভ্যুত্থানের আশঙ্কা থেকে তিনি সেনাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। পরে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যস্থতায় একটি বিশেষ চুক্তির আওতায় ফরাসি সামরিক বিমানে করে তাকে দেশ থেকে সরিয়ে নেয়া হয়

এদিকে, মাদাগাস্কারের প্রেসিডেন্ট দফতর জানিয়েছে, রাজোয়েলিনা সোমবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

দুর্নীতি, বেকারত্ব ও অর্থনৈতিক স্থবিরতার অভিযোগে গত ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে বিক্ষোভ চলছে। রাজধানীতে সোমবারও হাজারো মানুষ প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।

Related Posts

en_GB