Netanyahu will not attend Egypt summit

মিসরে অনুষ্ঠিত গাজাবিষয়ক সম্মেলনে যোগ দেবেন না ইসরাইলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আজই হোয়াইট হাউস ও মিসরের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছিল যে সম্মেলনে ইসরাইলি প্রেসিডেন্ট যোগ দিতে পারে।

সোমবার (১৩ অক্টোবর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে যে মিসরে অনুষ্ঠিতব্য সম্মেলনে যোগ দেবেন না নেতানিয়াহু।

কার্যালয়ের অফিসিয়াল এক্সবার্তায় বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিসরে অনুষ্ঠিতব্য সম্মেলনে যোগ দেয়ার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন। এ আহ্বানের জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন নেতানিয়াহু। কিন্তু তিনি বিশেষ কারণে উপস্থিত থাকতে পারছেন না।

উল্লেখ্য, আজ সকালে হোয়াইট হাউস ও মিসরের প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছিল যে শার্ম আশ-শায়েখে অনুষ্ঠিতব্য সম্মেলনে নেতানিয়াহু যোগ দিতে পারেন।

Related Posts

en_GB