We are in favor of PR in the upper house, not in the lower house: Sarjis Alam

সোমবার (১৩ অক্টোবর) জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘উচ্চকক্ষে যদি পিআর কার্যকর হয় এবং সফলতা পায়, ভবিষ্যতে মানুষ সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষেও তা প্রযোজ্য হবে কি না। তবে এই মুহূর্তে আমরা কেবল উচ্চকক্ষে পিআরের পক্ষে স্পষ্ট অবস্থান নিচ্ছি।’

তিনি আরও বলেন, বিচার, সংস্কার ও জুলাই সনদের অগ্রগতি সন্তোষজনকভাবে এগোলেই গণতান্ত্রিক ধারায় ফেরার পথ সুগম হবে। সেক্ষেত্রে একটি স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করছে এনসিপি।

এনসিপিকে সংগঠিত করে তুলতে কাজ চলছে জানিয়ে সারজিস বলেন, ‘সাংগঠনিকভাবে যত শক্তিশালী হবো, ততই সংসদে জনগণের প্রতিনিধিত্বের হার বাড়বে।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জোট গঠনের আলোচনাও চলছে বলে জানান তিনি। তবে এককভাবে নির্বাচনেও প্রস্তুত এনসিপি। তিনি আরও জানান, “জোট হলেও আমরা ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ নামেই নির্বাচনে অংশ নেব এবং শাপলা প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করব।”

Related Posts

en_GB