Banned Chhatra League leader of Sonargaon arrested

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তায়েব শিকদারকে নারায়ণগঞ্জ ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে। তায়েব শিকদার উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা এলাকার আলাউদ্দিন শিকদারের ছেলে।সে জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনা মামলা রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ।

পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নেতৃত্বে হামলা করে। কাঁচপুর, সিদ্ধিরগঞ্জ ও সাইনবোর্ড এলাকায় কয়েকজন ছাত্রজনতা নিহত হয়। ছাত্রজনতা হত্যা মামলার সে আসামী। সোমবার সন্ধ্যায় নিষিদ্ধ ছাত্রলীগ মহাসড়কে সরকার বিরোধী মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরো জানায়, আওয়ামীলীগ সরকার পতনের পর তায়েব শিকদার আত্মগোপনে চলে যায়। বিভিন্ন সময়ে তার নেতৃত্বে বিভিন্ন স্থানে সরকার বিরোধী মিছিল বের করা হয়।

সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ বলেন, ডিবি ও সোনারগাঁ থানা পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সে সোনারগাঁ থানা পুলিশের হেফাজতে রয়েছে। মঙ্গলবার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

Related Posts

en_GB