Jemima's letter to Elon for Imran

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথের অভিযোগ, এক্স প্ল্যাটফর্মে তাঁর পোস্ট ফিল্টার করা হচ্ছে। গত শুক্রবার এ নিয়ে তিনি এক্সের মালিক ইলন মাস্কের কাছে আবেদন জানিয়েছেন।

গোল্ডস্মিথ বলেন, পাকিস্তানের কর্তৃপক্ষের হাতে ইমরান খানের বর্তমান পরিস্থিতি ও আইনি জটিলতা নিয়ে তাঁর করা পোস্টগুলো জনগণের কাছে পৌঁছাচ্ছে না। তিনি ইলন মাস্ককে তাঁর অ্যাকাউন্টে ‘দৃশ্যমানতা ফিল্টারিং’ নামে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা দ্রুত সমাধানের জন্য অনুরোধ জানান।

এক্স হ্যান্ডলে করা পোস্টে জেমিমা বলেন, তাঁর ছেলেদের তাদের বাবার সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। ইমরান খানকে ২২ মাস ধরে অবৈধভাবে নির্জন কারাবাসে রাখা হয়েছে।

জেমিমা লেখেন, ‘আপনি বাকস্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কথা বলার স্বাধীনতা। কিন্তু কেউ শুনতে পাবে না, এমনটি নয়।’ পাকিস্তান টুডে।

Related Posts

en_GB