ইরাসমাস আন্তর্জাতিক ক্রেডিট মোবিলিটিতে যুক্ত হওয়ার যোগ্যতা পেল কুবি

রাসমাস ও ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটি (আইসিএম) কর্মসূচিতে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। সম্প্রতি বিশ্ববিদ্যালয়টি প্রাতিষ্ঠানিক আইডি (E10413895) পাওয়ার মধ্যে দিয়ে এ যোগ্যতা অর্জন করেছে। এর ফলে ইউরোপ ও তুরস্কসহ মোট ৩৩টি দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থী, শিক্ষক ও গবেষক বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তর সূত্রে জানা যায়, আইসিএমকে ‘ইরাসমুস স্ট্যাটাস’ বলা হলেও বাস্তবে বাংলাদেশের জন্য আলাদা কোনো ইরাসমুস স্ট্যাটাস নেই। কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে স্বীকৃতি পেয়েছে, তার প্রকৃত নাম International Credit Mobility (ICM)। এ কর্মসূচিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পার্টনার বিশ্ববিদ্যালয় হিসেবে অংশ নিতে পারবে। তবে কো-অর্ডিনেটিং ইউনিভার্সিটি অবশ্যই ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ বা তুরস্কের হতে হবে।

এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক মশিউর রহমান বলেন, প্রায় দুই মাস ধরে আমরা এ আবেদন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি। সফলভাবে প্রাতিষ্ঠানিক আইডি পাওয়ার অর্থ হলো— এখন আমরা বিশ্বের ৩৩টি দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রামে পাঠানোর সুযোগ তৈরি করতে পারব।

তিনি জানান, এ আইডির সর্বোচ্চ সুবিধা নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় অগ্রাধিকার হবে আরও বেশি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর। কারণ আইসিএম কর্মসূচিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সরাসরি কোনো ফান্ড পায় না। ইউরোপীয় বা অ্যাসোসিয়েটেড দেশগুলোর পার্টনার বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিজ নিজ ন্যাশনাল এজেন্সির মাধ্যমে যে বাৎসরিক ইরাসমাস ফান্ড পায়, সেই ফান্ড ব্যবহারের ক্ষেত্রে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নাম যুক্ত হয়। এর ফলে ওই ফান্ড থেকেই কুবির শিক্ষক ও শিক্ষার্থীরা এক্সচেঞ্জ প্রোগ্রামের সুযোগ পাবেন।

Related Posts

en_GB