Be careful with the use of the webcam in some simple ways

করোনা পর্বের পর থেকে অনলাইন মিটিং, হাইব্রিড কাজ এবং ঘনিষ্ঠদের সঙ্গে ভিডিও চ্যাটের জন্য আমাদের কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব বা স্মার্টফোনে ওয়েবক্যাম ব্যবহার অনেক বেড়েছে।

কিন্তু ওয়েবক্যাম ব্যবহারের সঙ্গে যুক্ত রয়েছে ঝুঁকি– হ্যাকার বা ম্যালওয়্যারের মাধ্যমে আপনার প্রাইভেসিতে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ হতে পারে। সুতরাং সতর্ক থাকা জরুরি।

কিছু সহজ টিপস

পজিশন ও সেটিংস পরীক্ষা করুন

ওয়েবক্যাম চালুর আগে সেটির পজিশন, ফ্রেমিং ও সেটিংসে কোনো অস্বাভাবিকতা আছে কিনা লক্ষ্য করুন। অনেক সময় হ্যাকার ফ্রেমিং বা জুম পরিবর্তন করতে পারে।

Related Posts

en_GB