বরগুনা জেলার তিন শতাধিক ঝুঁকিপূর্ণ লোহার সেতু অর্থের অভাবে মেরামত হচ্ছে না
মইনুল আবেদীন খান, সুমন,বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হালকা যান চলাচল প্রকল্পের আওতায় সংস্কারযোগ্য নির্মিত প্রায় ৩শ’ লোহার সেতু সংস্কারের অভাবে এখন মরণফাঁদে পরিণত হয়েছে। জেলার অসংখ্য খালের উপর অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সেতু গুলো। ঝুঁকি নিয়ে পারপার করলেও যত্রতত্র ঘটছে দূর্ঘটনা। কোন তোয়াক্কা না করেই পারাপার হচ্ছে মানুষ জন। শীঘ্রই মেরামত হচ্ছেনা অর্থ বরাদ্দ না থাকায় বেহালদশার সেতু গুলো। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বরগুনা কার্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৯৭-৯৮ অর্থবছরে এলজিইডির আওতায় ‘হালকা যান চলাচল প্রকল্পের’ অধীনে এসব সেতু নির্মাণ করা হয়। এর মধ্যে বরগুনা সদরে ৩৫টি, বেতাগীতে ৪৬, বামনায় ৩৬, পাথরঘাটায়…
