Distribution of relief materials by LANTS International and Kazi Siraj Uddin Foundation
রিমন আহমেদ রাজু,কমলনগর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ১ বাংলাদেশের পক্ষ থেকে এবং কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশনের সার্বিক তত্ত্বাবধানে বন্যা দূর্গত মানুষের মাঝে উপহার স্বরূপ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গতকাল ০৭ সেপ্টেম্বর(রবিবার)দুপুর ১টার সময় উপজেলার চর কাদিরা ইউনিয়নের বাদামতলী,বটতলী,চরবসু রামগতির চর পোড়াগাছা ইউনিয়ন বন্যায় ক্ষতিগ্রস্ত গৃহবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন,লায়ন আক্তার হোসেন,লায়ন সাইদুর রহমান,কাজী জিয়া উদ্দীন বাসিত,লায়ন আকবর হোসেন,লায়ন নূর হাওলাদার চুন্নু,লায়ন বকশি,লায়ন সরোয়ার হোসেন,লিও রায়হান, লিও আরমান হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ। এসময় কাজী সিরাজ উদ্দিন ফাউন্ডেশনের কর্ণধার কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন,সমাজের…
