রায়পুরে বর্ণাঢ্য় আয়োজনে মৎস্য সপ্তাহ উদ্বোধন
প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামের থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্য পোনা অবমুক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অধ্যক্ষ মামুনুর রশীদ। ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এ স্লোগান সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার মো. ইমরান খাঁন এর সভাপতিত্বে ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রায়পুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান, উপজেলা…
