We must move forward in politics with people's trust - Amir Khusru Mahmud
কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধি: আওয়ামীলীগের শাসন আমলে এদেশের মানুষ সকল ধরনের স্বাধীনতা হারিয়েছে এবং তার প্রতিদান হিসেবে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। তাই বিগতদিনের শাসন আমল দেখে আমরা নীতিগত পরিবর্তন করতে হবে দেশ এবং দেশের মানুষের স্বার্থে রাজনীতি করতে হবে। লক্ষ্মীপুরের কমলনগরের চর কাদিরায় বন্যা পানিবন্দি মানুৃষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন ও সূধী সমাবেশে এ কথা বলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২৪ আগস্ট (শনিবার) দুপুর ২টার সময় উপজেলার ফজুমিয়ার হাট বাজারে অনুষ্ঠিত সূধী সমাবেশের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী। কেন্দ্রীয় এই নেতা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য আরো বলেন, আপনারা আওয়ামীলীগকে কাছে…
