IMF releases list of the world's 10 richest countries
বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মোট দেশজ উৎপাদন (জিডিপি), মাথাপিছু আয় এবং জনগণের ক্রয়ক্ষমতা হিসেবে এ তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের ছোট দেশ লুক্সেমবার্গ। মাত্র ২ হাজার ৫৮৬ বর্গকিলোমিটার আয়তনের দেশটির জনগণের মাথাপিছু আয় ১ লাখ ৪০ হাজার ৩১২ ডলার। আইমএফের তালিকায় লুক্সেমবার্গের পরে রয়েছে যথাক্রমে- আয়ারল্যান্ড—মাথাপিছু আয় ১ লাখ ১৭ হাজার ৯৮৮ ডলার সুইজারল্যান্ড—মাথাপিছু আয় ১ লাখ ১০ হাজার ২৫১ ডলার নরওয়ে— মাথাপিছু আয় ১ লাখ ২ হাজার ৪৬৫ ডলার সিঙ্গাপুর— মাথাপিছু আয় ৯১ হাজার ৭৩৩ ডলার আইসল্যান্ড— মাথাপিছু আয় ৮৭ হাজার ৮৭৫ ডলার কাতার— মাথপিছু আয় ৮৪…
