Barrister Suman arrested
গণঅভ্যুত্থানে ছাত্র হত্যা মামলায় হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ সায়েদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ব্যারিস্টার সুমনের নামে রাজধানীর আদাবর থানায় ছাত্র হত্যা ও মিরপুর মডেল থানায় ভাংচুর-অগ্নি সংযোগের দুটি মামলা রয়েছে। পুলিশ জানায়, মিরপুর মডেল থানা সংস্কারের কারণে ব্যারিস্টার সুমনকে আপাতত পল্লবী থানায় রাখা হয়েছে। আজ মঙ্গলবার তাঁকে আদালতে নেওয়া হবে। এর আগে সোমবার রাতে ফেসবুক পোস্টে ব্যারিস্টার সুমন তাঁর গ্রেপ্তারের কথা জানান। গতকাল সোমবার রাত দেড়টার দিকে তাঁকে মিরপুর ৬ নম্বর এলাকায় বোনের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
