বিশ্বে এক বছরে ম্যালেরিয়ায় ৬ লাখের বেশি মানুষের মৃত্যু

মশা একটি ক্ষুদ্র পতঙ্গ হলেও তারা ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো ঘাতক রোগের বাহক। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৪ সালে বিশ্বব্যাপী প্রায় ৬ লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে ম্যালেরিয়ার কারণে। মৃত্যু ও আক্রান্তের বেশিরভাগ অংশই আফ্রিকা মহাদেশের। এই তথ্য দিয়ে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রকাশিত তথ্য অনুযায়ী জানা গিয়েছে, আফ্রিকা মহাদেশে ম্যালেরিয়াতে সবথেকে বেশি মৃত্যু হয়েছে পাঁচ বছরের কম বয়সী শিশুদের। বিশ্বব্যাপী ম্যালেরিয়া আক্রান্ত এবং মৃত্যুর ৯৫ শতাংশই রেকর্ড করা হয়েছে আফ্রিকা মহাদেশ থেকেই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক বিশ্ব ম্যালেরিয়া প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালে বিশ্বব্যাপী ম্যালেরিয়া আনুমানিক ২৮ কোটি ২০ লক্ষ মানুষকে সংক্রামিত করেছিল এবং ৬,১০,০০০ মানুষের প্রাণ কেড়েছে। এই তথ্য পেশ করার পরেই হু সতর্ক করে জানিয়েছে যে, এই ঘটনা, বিশ্বব্যাপী ম্যালেরিয়া নির্মূল প্রচেষ্টার জন্য একটি গুরুতর হুমকি। যদিও WHO-এর সুপারিশ করা ম্যালেরিয়া টিকা ২০২৪ সালে প্রায় ১৭ কোটি কেস এবং দশ লক্ষ মৃত্যু রোধ করতে সাহায্য করেছে। যে সংখ্যাটি ২০২৩ সালের তুলনায় প্রায় নয় মিলিয়ন বেশি। হু আরও জানয়েছে, এই রোগটি বর্তমানে ছোট শিশুদের প্রভাবিত করছে। আনুমানিক ৯৫ শতাংশ ম্যালেরিয়া মৃত্যুর ঘটনা ঘটেছে আফ্রিকান অঞ্চলে, যার বেশিরভাগই পাঁচ বছরের কম বয়স

WHO-এর দেওয়া তথ্য অনুসারে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে ম্যালেরিয়া আক্রান্তের ৭৩.৩ শতাংশ এবং আঞ্চলিক মৃত্যুর ৮৮.৭ শতাংশ ভারতে। হু-এর তথ্য অনুসারে, আফ্রিকান অঞ্চলে ম্যালেরিয়ার কারণে মৃত্যুর প্রায় অর্ধেক ঘটেছে নাইজেরিয়া, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র এবং নাইজারে। শুধুমাত্র নাইজেরিয়ায় ৩১.৯ শতাংশ, কঙ্গোতে ১১.৭ শতাংশ এবং নাইজারে ৬.১শতাংশ মানুষের মৃত্যু হয়েছে।

সম্পর্কিত পোস্ট

bn_BD