রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে অটোরিকশা চালক নিহত

রাজধানীর জুরাইনে দুর্বৃত্তদের গুলিতে পাপ্পু শেখ (২৬) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন এলাকার মিষ্টির গলিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পাপ্পুর বাম পায়ের উরুতে গুলি করে পালিয়ে যায়। পরে স্বজনরা উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত সোয়া আটটায় তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

bn_BD