রাজশাহীতে একটি নির্মাণাধীন ভবনের ৭ তলায় কাজ করার সময় মাচা ভেঙে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন- রাজশাহীর পবা উপজেলার বেইড়া গ্রামের আনারুল ইসলাম (৪৫) ও বাতাসোন্না গ্রামের সুমন হোসেন (৪৫)। দুজনেই নির্মাণ শ্রমিক ছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পুলিশ বক্স সূত্র জানায়, দুর্ঘটনার পর দুই শ্রমিককে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তখন চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, নিহত দুই শ্রমিকের লাশ হাসপাতাল মর্গে আছে। তাদের স্বজনেরা মৃত্যু কাগজপত্র থানায় দিয়েছেন। এ বিষয়ে এখনো কোনো মামলা হয়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
