ফুসলিয়ে দোকানে নিয়ে কিশোরীকে ধর্ষণ, সাবেক যুবলীগ নেতা আটক

রাঙামাটির বরকলে ফুসলিয়ে দোকানে নিয়ে এক কিশোরীকে (১২) ধর্ষণের অভিযোগে হযরত আলী নামে যুবলীগের স্থানীয় এক সাবেক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা। বুধবার বিকালে বরকল উপজেলার ৪নং ভুষণছড়া ইউনিয়নের উত্তর এরাবুনিয়ায় এ ঘটনাটি ঘটে।

হযরত আলী ভুষণছড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক বলে নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয়রা।

জানা যায়, ভুক্তভোগী কিশোরীটি তাদের বাড়ির কিছু দূরে ছাগল আনতে যায়। এ সময় পাশের দোকানদার হযরত আলী তাকে ফুসলিয়ে দোকানের ভেতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত হযরত আলীকে আটক করে বেঁধে রেখে বরকল থানা পুলিশে খবর দেন। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।

ভুক্তভোগীর বাবা, মা অভিযোগ করে জানান, মেয়েটি বাড়ির অদূরে ছাগল আনতে গেলে স্থানীয় দোকানদার হযরত আলী তাকে ফুসলিয়ে দোকানের ভেতরে নিয়ে পাশবিক নির্যাতন করে। পরবর্তীতে মেয়ের মা মেয়েকে খুঁজতে গিয়ে হযরত আলীকে তার দোকানের ভেতর থেকে বেরিয়ে আসতে দেখতে পান এবং ভেতরে মেয়ের কাতরানোর শব্দ শুনতে পেয়ে সেখানে ঢুকে মেয়েকে উদ্ধার করে নিয়ে আসেন। এরপর মায়ের কাছে হযরত আলীর বিরুদ্ধে ধর্ষণের বিবরণ দেয় ভুক্তভোগী কিশোরীটি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বরকল থানার ওসি মো. সাহেদ পারভেজ জানিয়েছেন, ঘটনাটির খবর পেয়ে সঙ্গে সঙ্গেই বরকল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত হযরত আলীকে আটক করে থানায় নিয়ে আসে। এরপর তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তাকে রাঙামাটির আদালতে চালান দেওয়া হলে আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

হযরত আলীর বিরুদ্ধে এর আগেও এ ধরনের আরেকটি অপরাধের ঘটনার বিষয় জানিয়েছেন স্থানীয়রা।

সম্পর্কিত পোস্ট

bn_BD