মানিকগঞ্জে একদিনে নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার

মানিকগঞ্জে পৃথক স্থান থেকে একদিনে নারীসহ ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ সদর, ঘিওর ও সিংগাইর উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুপুরে মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া ও সকালে ঘিওর উপজেলার দেওভোগ এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় দুই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে অজ্ঞাত এক পুরুষ শ্রমিক ও মেডিকেল কলেজের সামনে থেকে অজ্ঞাত এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। সিংগাইর উপজেলার দেউলি এলাকায় বিষপানে আত্মহত্যা করেছে রোজিনা আক্তার নামে এক গৃহবধূ।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, জেলা সদর হাসপাতাল এলাকা থেকে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় শনাক্তের কাজ চলছে। মরদেহ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আর মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

bn_BD