আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি থেকে বহিষ্কৃত নেতা মনিরুল হক (সাক্কু)। সোমবার (২২ ডিসেম্বর) জরুরি সংবাদ সম্মেলন করে তিনি বলেছেন, আবেগে পড়ে মনোনয়ন ফরম কিনেছি। আমি ধানের শীষের পক্ষের লোক। আমাদের প্রিয় নেতা মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে কাজ করছি, কাজ করেও যাব। নমিনেশন কেনার পর আমি চিন্তা করলাম কাজটা ঠিক করিনি।’
সোমবার দুপুর পৌনে ১২টার দিকে নগরের নানুয়ার দিঘির পাড়ে অবস্থিত নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ কথা বলেন মনিরুল হক।
তবে, এই মনোনয়ন ফরম কেনাটা আমার ভুল হয়েছে, দুঃখিত। আমি এই মনোনয়নপত্র জমা দেব না এবং ইলেকশনও করব না। তবে, দল যদি মনোনয়ন মনিরুল হক চৌধুরীকে পরিবর্তন করে ইয়াছিনকে দেয়, তাহলে আমিও ইলেকশন করব।
সংবাদ সম্মেলনে মনিরুল হক সাক্কু আরও বলেন, হাজি ইয়াছিন ছাড়া আর যাকেই নমিনেশন দেওয়া হয়, আমি তার পক্ষে কাজ করব৷
