ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য শান্ত’র
                ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অসহায় আত্মসমর্পণ করেছিল বাংলাদেশ দল। দুটি টেস্টেই লড়াই জমাতে না পারা নাজমুল হোসেন শান্ত’র দলের সামনে এবার নতুন ফরম্যাটের সিরিজ। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে টাইগাররা নতুন উদ্যমে নামতে চায়। তারই ধারাবাহিকতায় সিরিজ শুরুর আগে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে টাইগাররা। রোববার সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হবে গোয়ালিয়রে। তার আগে আজ (শুক্রবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ অধিনঅয়ক শান্ত বলেছেন, ‘টি-টোয়েন্টি পুরো ভিন্ন বলের খেলা। নির্দিষ্ট দিনে যে ভালো খেলবে সে–ই জিতবে। এই মাঠটা নতুন, তেমন কোনো ধারণা নেই মাঠ নিয়ে। তবে গত কয়েকদিন আমরা অনুশীলন করেছি। উইকেট কেমন করতে পারে তা নিয়ে ধারণা নেওয়ার চেষ্টা করছি।…            
                            
                    