বরগুনার পাথরঘাটায় ভাঙ্গন ঠেকাতে বালুর বাধ
মইনুল আবেদীন খান সুমন, বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় নদী ভাঙ্গন ঠেকাতে করা হয়েছে বালুর বাধ। নির্মান কাজ শেষ হবার আগেই জোয়ারের পানিতে ভেসে যাচ্ছে, বালু। বেশীর ভাগ বালুর বস্তা ফেটে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে। উন্নয়নের লাখ লাখ টাকা ভেসে যাচ্ছে, পানিতে। পানি উন্নয়ন বোর্ডের ৪০/১ পোল্ডারে বরগুনার পাথরঘাটা উপজেলার চরলাঠিমারা এলাকায় বিষখালী নদী পাড়ের বেরীবাঁধ দুটো অংশে ভেঙ্গে গিয়েছে। ঘূর্নিঝড় রেমালের পরে ৪০০ মিটার বেরীবাধ বালুর বস্তা ফেলে মেরামতের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। নির্মান ব্যয় ধরা হয়েছে, ৫৯ লক্ষ ৮৯ হাজার ৪১৪ টাকা। ঠিকাদার জহিরুল ইসলাম জিও ব্যাাগ ও জিও টিউব ফেলে নদী ভাঙ্গন রোধে বাধটি নির্মান…
