বিমানবন্দরে আটক পলক
ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের মুখে গতকাল (সোমবার) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। এ ছাড়াও দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা। তবে খবর পাওয়া যাচ্ছিল না সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের। তার অবস্থান নিয়ে নানান গুঞ্জন ছড়িয়ে পড়েছে নাটোরজুড়ে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানান, তারা জানতে পেরেছেন, গত শনিবার সকাল ৮টার দিকে পলক সপরিবারে দেশের বাইরে চলে গেছেন। তবে পলকের খুব কাছের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘পলক দেশেই নিরাপদে আছে।’ কিন্তু অবশেষে জানা গেছে আসল খবর। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরের দিকে বিমানবন্দরে আটক হয়েছেন পলক। বিমানবন্দর সূত্র জানিয়েছে,…
