হায়েনার মতো লুকিয়ে আছে ষড়যন্ত্রকারীরা: ফখরুল
স্বৈরাচারী সরকারের দোসররা হায়েনার মতো অপেক্ষায় আছে, তারা যে কোনো সময় আক্রমণ করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘স্বৈরাচার সরকারের দোসররা এখন নতুন করে চক্রান্ত করছে। নতুন করে হামলার অপেক্ষায় আছে। এদের প্রতিহত করতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। শনিবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে ‘রাজনৈতিক দমন-পীড়নের শিকার ব্যক্তিদের স্মরণ’ সভায় তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই আন্দোলনসহ বিভিন্ন সময়ে নিহত, আহত এবং গুমের শিকার ব্যক্তিদের আলোকচিত্র তুলে ধরেন স্বজনরা। ভুক্তভোগী কয়েকটি পরিবারের সদস্যরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। অনেকে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। স্মরণসভায় বক্তব্যের ফাঁকে ফাঁকে গান পরিবেশন করা…
